জো রুট টেস্ট পরিসংখ্যান, সেঞ্চুরি,রেকর্ড ও অধিনায়কত্ব সম্পর্কে জানুন

নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন জো রুট। বর্তমানে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। ইংলিশ ব্যাটার জো রুট সাদা জার্সির খেলায় নিজেকে যেনো এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আইসিসি টেস্ট ব্যাটারদের রাঙ্কিং তালিকার সর্বোচ্চ স্কোর নিয়ে ১নাম্বার পজিশনে রয়েছে জো রুট। আজকের আর্টিকেলে আমরা জো রুট এর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।

জো রুট এর পরিচয়

১৯৯০ সালের ৩০ শে ডিসেম্বর ইংল্যান্ডের সেফফিল্ড শহরে জন্মগ্রহণ করেন জো রুট। তিনি হেলেন ও ম্যাট দম্পতির সন্তান। জো রুটের পূর্ণ নাম ‘জোসেফ এডওয়ার্ড রুট’। কিন্তু সবাই তাকে জো রুট বলে ডেকে থাকে। ৬ ফুট উচ্চতার এই ব্যাটার ইংল্যান্ড জাতীয় দলের একজন অন্যতম সেরা খেলোয়াড়।

২০১২ সালের ১৩ ই ডিসেম্বর ভারতের নাগপুর মাঠে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হয় এই ইংলিশ ব্যাটারের। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচেই ৪ টা বাউন্ডারি হাঁকিয়ে ৭৩ রান করেন জো রুট

জো রুট টেস্ট পরিসংখ্যান

বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় রয়েছে জো রুট। সর্বকালের সেরা ২০ জন টেস্ট ব্যাটারদের সঙ্গে নিজের নাম লিখিয়েছেন জো রুট। যে তালিকায় ডন ব্রাডম্যান, স্যার জ্যাক হবস, ভিভ রিচার্ড এবং গ্যারি সোবার্সদের মতো শক্তিশালী ব্যাটার রয়েছে। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক জো রুট

২০১২ সালের ১৩ ই ডিসেম্বর ভারতের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য মাঠে নামেন জো রুট। সেই থেকে এখন অবধি সর্বমোট ১৪৯ টি ম্যাচ খেলে সর্বমোট ১২,৭৫৪ রান করেছেন ইংলিশ ব্যাটার জো রুট। টেস্ট ক্রিকেটে বল হাতেও নিজের নামের সম্মান রেখেছে ইংলিশ ব্যাটিং অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে ১৪৯ ম্যাচে সর্বমোট ৭০ টি উইকেট নিয়েছেন জো রুট। চলুন নিম্নে টেবিল আকৃতিতে সুন্দরভাবে জো রুট এর টেস্ট পরিসংখ্যান জেনে আসি…

টেস্ট ক্রিকেটে জো রুট এর ব্যাটিং পরিসংখ্যান

ম্যাচ১৫২
ইনিংস২৭৮
রান১২,৯৭২
সর্বোচ্চ২৬২
গড়৫০.৮৭
স্ট্রাইক রেট৫৭.৪৮
নট আউট২৩
সর্বশেষ আপডেট: ৩১/১২/২০২৪

টেস্ট ক্রিকেট জো রুট এর বোলিং পরিসংখ্যান

ম্যাচ১৫২
ইনিংস১৫৬
রান৩,২২১
উইকেট৭১
গড়৪৫.৩৭
ইকোনমি৩.৩
BBI৫/৮
BBM৫/৩৩
৪ উইকেট০২
৫ উইকেট০১
সর্বশেষ আপডেট: ৩১/১২/২০২৪

টেস্ট ক্রিকেট জো রুট এর বাউন্ডারি পরিসংখ্যান

চার১৩৯৪
ছক্কা৪৫
সর্বশেষ আপডেট: ৩১/১২/২০২৪

টেস্ট ক্রিকেট জো রুট এর সেঞ্চুরি পরিসংখ্যান

হাফ সেঞ্চুরি৬৫
সেঞ্চুরি৩৬
ডাবল সেঞ্চুরি০৬
সর্বশেষ আপডেট: ৩১/১২/২০২৪
জো রুট টেস্ট পরিসংখ্যান
জো রুট

টেস্ট সেঞ্চুরি নিয়ে বিস্তারিত তথ্য

তারিখস্কোরপ্রতিপক্ষভেন্যু
২৪ শে মে, ২০১৩১০৪নিউজল্যান্ডহেডিংলি, লিডস
১৮ ই জুলাই, ২০১৩১৮০অস্ট্রেলিয়ালর্ডস, লন্ডন
১২ ই জুন, ২০১৪২০০*শ্রীলঙ্কালর্ডস, লন্ডন
০৯ জুলাই, ২০১৪১৫৪*ইন্ডিয়াট্রেন্ট ব্রিজ, ন্যটিংহাম
১৫ ই আগস্ট, ২০১৪১৪৯*ইন্ডিয়াদ্যা ওভাল, লন্ডন
২১ শে এপ্রিল, ২০১৫১৮২*ওয়েস্ট ইন্ডিজন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এস টি, জিওরস
০৮ এ জুলাই, ২০১৫১৩৪অস্ট্রেলিয়াসোফিয়া গার্ডেন, কার্ডিফ
০৬ ই আগস্ট, ২০১৫১৩০অস্ট্রেলিয়াট্রেন্ট ব্রিজ, ন্যটিংহাম
১৪ ই জানুয়ারি, ২০১৬১১০সাউথ আফ্রিকাওয়ানড্রেরার স্টেডিয়াম, জোহানবার্গস
২২ শে জুলাই, ২০১৬২৫৪পাকিস্তানওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
০৯ এ নভেম্বর, ২০১৬১২৪ইন্ডিয়াসুরাস্ত্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট
০৬ এ জুলাই, ২০১৭১৯০সাউথ আফ্রিকালর্ডস, লন্ডন
১৭ ই আগস্ট, ২০১৭১৩৬ওয়েস্ট ইন্ডিজইডজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড, বার্মিংহাম
০৭ এ সেপ্টেম্বর, ২০১৮১২৫ইন্ডিয়াদ্যা ওভাল, লন্ডন
১৪ ই নভেম্বর, ২০১৮১২৪শ্রীলঙ্কাপালকেলি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি
০৯ ই ফেব্রুয়ারী, ২০১৯১২২ওয়েস্ট ইন্ডিজড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড, গ্রোস এসলেট
২৯ শে নভেম্বর, ২০১৯২২৬নিউজল্যান্ডস্যাডন পার্ক, হ্যামিংটন
১৪ ই জানুয়ারি, ২০২১২২৮শ্রীলঙ্কাগ্যালি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, গ্যালি
২২ শে জানুয়ারি, ২০২১১৮৬শ্রীলঙ্কাগ্যালি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, গ্যালি
০৫ এ ফেব্রুয়ারি, ২০২১২১৮ইন্ডিয়াএম এ, চিদাম্বরম স্টডিয়াম, চেন্নাই
০৪ এ আগস্ট, ২০২১১০৯ইন্ডিয়াট্রেন্ট ব্রিজ, ন্যটিংহাম
১২ ই আগস্ট, ২০২১১৮০*ইন্ডিয়ালর্ডস, লন্ডন
২৫ শে আগস্ট, ২০২১১২১ইন্ডিয়াহেডিংলি, লিডস
০৮ এ মার্চ, ২০২২১০৯ওয়েস্ট ইন্ডিজস্যার ভিভান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউথ
১৬ ই মার্চ, ২০২২১৫৩ওয়েস্ট ইন্ডিজকেনসিংটন ওভাল, ব্রিজটাউন
০২ এ জুন, ২০২২১১৫*নিউজল্যান্ডলর্ডস, লন্ডন
সর্বশেষ আপডেট: ৩১/১২/২০২৪

টেস্ট সেঞ্চুরি নিয়ে আরো পড়ুন

১০ শে জুন, ২০২২১৭৬নিউজল্যান্ডট্রেন্ট ব্রিজ, ন্যটিংহাম
০১ এ জুলাই, ২০২২১৪২*ইন্ডিয়াইডজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড, বার্মিংহাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩১৫৩*নিউজল্যান্ডব্যাসিন রিজার্ভ, ওয়েলিংটন
১৬ ই জুন, ২০২৩১১৮*অস্ট্রেলিয়াইডজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড, বার্মিংহাম
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪১২২*ইন্ডিয়াজিএসসিএ, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স, রান্সি
১৮ ই জুলাই, ২০২৪১২২ওয়েস্ট ইন্ডিজট্রেন্ট ব্রিজ, ন্যটিংহাম
২৯ শে আগস্ট, ২০২৪১৪৩শ্রীলঙ্কালর্ডস, লন্ডন
৩০ শে আগস্ট, ২০২৪১০৩শ্রীলঙ্কালর্ডস, লন্ডন
০৭ এ অক্টোবর, ২০২৪২৬২পাকিস্তানমুলতান ক্রিকেট স্টেডিয়াম, মুলতান
০৬ ই ডিসেম্বর, ২০২৪১০৬নিউজল্যান্ডব্যাসিন রিজার্ভ, ওয়েলিংটন
সর্বশেষ আপডেট: ৩১/১২/২০২৪

জো রুট এর টেস্ট অধিনায়কত্ব সম্পর্কে বিস্তারিত

১৩ ই ফেব্রুয়ারী ২০১৭ সালে পরেরটি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অ্যালিস্টার কুকের পূর্ণ সমর্থনে ইংল্যান্ডের ৮০ তম টেস্ট অধিনায়ক হিসাবে জো রুটকে দায়িত্ব দেওয়া হয়। ০৬ জুলাই, ২০১৭ সালে অধিনায়ক হিসেবে মনোনীত হোন জো রুট

আরো পড়ুন: লিওনেল মেসির সর্বমোট গোল সংখ্যা

অধিনায়ক হিসেবে তার প্রথম ম্যাচে ইংল্যান্ডের লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯০ রানের বিশাল এক ইনিংস উপহার দেন জো রুট। যা তার টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি ছিলো। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয় করেছিলেন জো রুট

জো রুট এর টেস্ট রেকর্ড

নতুন করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা জো রুট। কিছুদিন আগে মুলতানে তিনি যে টেস্ট ইনিংসটা খেলেছেন, সেই ইনিংস এ নিজের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুককে টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার পেছনে ফেলে দিয়েছে জো রুটঅ্যালেস্টার কুক টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের ৫ম নাম্বারে ছিলেন এখন তাকে ৬ষ্ঠ নাম্বারে পাঠিয়ে ৫ম নাম্বারে উঠে এসেছে জো রুট

  • টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। তিনি টেস্ট ক্রিকেটে ১৫,৯২১ রান করেছেন।
  • ২য় পজিশনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি টেস্ট ক্রিকেটে ১৩,৩৭৮ রান করেছেন।
  • ৩য় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা কালিস। তিনি টেস্ট ক্রিকেটে ১৩,২৮৯ রান করেছেন।
  • ৪র্থ পজিশনে আছেন রাহুল দ্রাবিড়। তিনি টেস্ট ক্রিকেটে ১৩,২৮৮ রান করেছেন।
  • টেস্ট ক্রিকেট সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার মাত্র ৪জন খেলোয়াড় রয়েছে জো রুট এর আগে।
জো রুট এর বয়স কত?

১৯৯০ সালের ৩০ শে ডিসেম্বর জো রুট জন্মগ্রহণ করেন। আজকের তারিখ ৩১ শে ডিসেম্বর, ২০২৪ এ জো রুটের বয়স: ৩৪ বছর।

জো রুট এর টেস্ট ক্যারিয়ার পরিসংখ্যান নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।

আমাদের সাথে থাকুন- Sports Buzz BD

2 thoughts on “জো রুট টেস্ট পরিসংখ্যান, সেঞ্চুরি,রেকর্ড ও অধিনায়কত্ব সম্পর্কে জানুন”

Leave a Comment